কমিউনিটি নিউজ

সুরমার এমডি’র কমিউনিটি চ্যাম্পিয়ন এওয়ার্ড লাভ


লণ্ডন, ২০ সেপ্টম্বর : সাপ্তাহিক সুরমার ম্যানেজিং ডাইরেক্টর এমাদুর রহমান “টাওয়ার হ্যামলেটস কমিউনিটি চ্যাম্পিয়ন-২১” লাভ করেছেন। করোনাকালীন কঠিন দুর্যোগ মুহূর্তে কমিউনিটির মানুষের সহায়তায় খাদ্য, মাস্ক বিতরণসহ ভাইরাস সংক্রান্ত সচেতনতা তৈরীতে ভূমিকা রাখায় তাকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়।
উল্লেখ্য, এমাদুর রহমান নিজেও আক্রান্ত হয়েছিলেন। ভাল হওয়ার পর কমিনিউনিতে ভাইরাসের উপর সচেতনতা বৃদ্ধিতে তিনি নিজেকে জড়ান এবং মাস্ক বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্নভাবে ভূমিকা রাখেন।
এই সম্মাননা এওয়ার্ড প্রদান করায় এমাদ রহমান কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশেষ করে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন ও লণ্ডন টি একচেঞ্জ এর পরিচালক আলিয়ারসহ এই এওয়ার্ড প্রদানে যারা জড়িত ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান। এই প্রদত্ত সম্মান আগামীতে কাজ করার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

Sheikhsbay

সম্পরকিত প্রবন্ধ

Back to top button
Close
Close