নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

।। মুহাম্মাদ শরীফুজ্জামান।। চলতি বছরের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরের দিনই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। বাংলাদেশ সফরে টাইগারদের সাথে পাকিস্তান দল ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজটি হবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু ২৬ নভেম্বর। দ্বিতীয় টেস্ট মিরপুরে শুরু ৪ ডিসেম্বর।
পাকিস্তান ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল। সেই সফরে তারা টাইগারদের বিপক্ষে ধবলধোলাই হয়েছিল। ক্রিকেটের তিন ফরমেটেই মুখোমুখি হয়েছিল দুই দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সব কয়টিতেই জয় পায় বাংলাদেশ। ফলে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের স্বাদ দেয় টাইগাররা। সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও দাপটের সহিত জয় তুলে নেয় টাইগাররা। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশ ড্র করে এবং শেষ ম্যাচটি হেরে যায়। এতে করে পাকিস্তান একটি মাত্র সান্তনাসূচক জয় নিয়ে দেশে ফিরতে সক্ষম হয়। তবে এবারের সফরে শুধু টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ থাকছে।
এই সফর নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, ‘পাকিস্তান সিরিজ বিশ্বকাপের পরপরই। এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স বিভাগ পাকিস্তান বোর্ডের সঙ্গে যোগাযোগ করছে। দুই ফরম্যাটে খেলা হবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন শুধু পাকিস্তানের আসা নিয়েই কাজ করছে না, বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ কাজ করছে আসন্ন নিউজিল্যান্ড সফর ও দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েও।
বিসিবির প্রধান নির্বাহী সংবাদ মাধ্যমকে আরো জানিয়েছেন, পাকিস্তান সিরিজের পরপরই বাংলাদেশের নিউজিল্যান্ড সফর আছে। পরে দক্ষিণ আফ্রিকা সফর।