এফবিসিসিআই ও সিলেট চেম্বারের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ করোনা রোগীদের চিকিৎসার্থে চিকিৎসা সামগ্রী সরবরাহ
এমপি নির্বাচিত হলেও, আমি জনগণের সেবক, বৃহত্তর সিলেটের উন্নয়নে কাজ করে যাবো: হাবিবুর রহমান হাবিব, বেসরকারীভাবে নির্বাচিত সংসদ সদস্য, সিলেট-৩
সিলেট, ৮ সেপ্টেম্বর : গত ৭ সেপ্টেম্বর, মঙ্গলবার, চেম্বার কনফারেন্স হলে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও দি সিলেট চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রি’র সহযোগীতায় দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ করোনা রোগীদের চিকিৎসার্থে অক্সিজেন কনসেনট্রেটর, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সহ জরুরী চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়। সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের বেসরকারীভাবে নির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের বেসরকারীভাবে নির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব তাকে অভিনন্দন জানানোর জন্য চেম্বার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, সিলেট-৩ আসনের জনগণ আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করলেও আমি বৃহত্তর সিলেটের জনগণের সেবক। তাই বৃহত্তর সিলেটের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবো। তিনি বলেন, শিল্প, পর্যটন ও কৃষি খাতে সিলেট অনেক সম্ভাবনাময় এলাকা। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আমরা আশানুরূপ এগিয়ে যেতে পারিনি। এসব সমস্যা দূরীকরণে তিনি তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, সিলেটে একটি ইপিজেড এবং কৃষি শিল্পাঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেছি। সিলেটের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী সবসময়ই আন্তরিক। তিনি সিলেটের ব্যবসা-বাণিজ্যে বিরাজমান যেকোন সমস্যা সমাধানে সিলেটের ব্যবসায়ীদের সাথে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দক্ষিণ সুরমার করোনা রোগীদের চিকিৎসার্থে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য এফবিসিসিআই এর সভাপতি মোঃ জসিম উদ্দিন, এফবিসিসিআই এর পরিচালনা পরিষদ ও সিলেট চেম্বার নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, করোনা মহামারীর কারণে বর্তমানে বাংলাদেশ এক দূর্যোগময় সময় অতিবাহিত করছে। সরকারের একার পক্ষে এ পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়। তাই করোনা রোগীদের সঠিক চিকিৎসার্থে বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনগুলো এগিয়ে এসেছে। ইতোপূর্বে আমরা এফবিসিসিআই এর সহযোগিতায় শহীদ শামছুদ্দিন হাসপাতাল সহ বিভিন্ন সরকারী হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার্থে চিকিৎসা উপকরণ সরবরাহ করেছি। এ লক্ষ্যে আমরা সিলেট চেম্বারের পক্ষ থেকে একটি তহবিলও গঠন করেছি। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট-৩ আসনের বেসরকারীভাবে নির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব-কে তার নিরঙ্কুশ বিজয়ের জন্য চেম্বার নেতৃবৃন্দের পক্ষ থেকে অভিনন্দন জানান। চেম্বার সভাপতি আশাবাদ ব্যক্ত করেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং সিলেট-৩ আসন সহ বৃহত্তর সিলেটের সামগ্রিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। এছাড়াও তিনি সিলেটের করোনা রোগীদের চিকিৎসার্থে প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ দিয়ে সহযোগিতার করার জন্য এফবিসিসিআই এর সভাপতি মোঃ জসিম উদ্দিন ও এফবিসিসিআই এর পরিচালনা পরিষদ-কে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডা. রুবাইয়া আহমেদ এর নিকট অক্সিজেন কনসেনট্রেটর, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান ও সিলেট চেম্বার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা এবং প্রধান অতিথিকে সিলেট চেম্বারের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন সহ সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মোঃ মামুন কিবরিয়া সুমন, মোঃ এমদাদ হোসেন, মোঃ সাহিদুর রহমান, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, মোঃ আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমদ, খন্দকার ইসরার আহমদ রকী এবং হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলী, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহা: আবুল আহাদ, ব্রহ্মময়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আতিকুর রহমান, চাউল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী ফারুক আহমদ, ফল মাকের্ট ব্যবসায়ী সমিতির সদস্য মোঃ রাজ্জাক হোসেন, সিলেট চেম্বারের সদস্য জনাব মোঃ কয়ছর আলী, সামিয়া বেগম চৌধুরী, নুরজাহান বেগম, সাকেরা জান্নাত, ফরহাদুজ্জামান চৌধুরী, মোঃ সামছুজ্জামানসহ সিলেটের বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।