কমিউনিটি নিউজ

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের ইসি কমিটি গঠিত

চেয়ারম‍্যান: মোহাম্মদ আবদুল বাছিত, জেনারেল সেক্রটারী: আনোয়ার শাহাজাহান, ট্রজারার বদরুল আলম বাবুল

লণ্ডন, ৩০ আগস্ট : গত ২৩ আগষ্ট সোমবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির প্রথম সভায় ২০২১-২০২২ সালের জন্য ইসি কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত। জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ট্রেজারার বদরুল আলম বাবুল।

২০২১-২০২২ সালের জন্য নব-নির্বাচিত কমিটিতে মোহাম্মদ আব্দুল বাছিতকে চেয়ারম্যান, আনোয়ার শাহজাহানকে জেনারেল সেক্রেটারি এবং বদরুল আলম বাবুলকে ট্রেজারার করে ইসি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান রুহুল আমিন রুহেল, জহির হোসেন গৌছ, মোহাম্মদ আব্দুল মতিন ও আতিকুর রহমান শাফার, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি রায়হান উদ্দিন ও জেনিফার সারোয়ার লাক্সমী, এসিস্ট্যান্ট ট্রেজারার শিহাব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, মেম্বারশিপ সেক্রেটারি নুরুল ইসলাম, কালচারাল সেক্রেটারি সালেহ আহমদ, এডুকেশন সেক্রেটারি আব্দুল বাছিত, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মুহিবুল হক, স্পোর্টস সেক্রেটারি সাইফুল ইসলাম ও ইয়ুথ সেক্রেটারি কবির আহমদ। এছাড়াও ইসি মেম্বার হলেন, তারেক রহমান ছানু, সাইফুল আলম, মাহমুদ মিয়া মানিক, লুৎফুর রহমান, মুফিজুর রহমান চৌধুরী একলিল, মোহাম্মদ সুলতান আহমদ, আলম খান, কবির আহমদ বাদশাহ, জামিল আহমদ।

সভায় বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল বাছিত (বাদেপাশা), মিছবা জামাল (বাঘা), আনোয়ার শাহজাহান (ঢাকাদক্ষিণ), জহির হোসেন গৌছ (বুধবারীবাজার), বদরুল আলম বাবুল (বুধবারীবাজার), আব্দুল হাকিম চৌধুরী (পৌরসভা), মোহাম্মদ আব্দুল মতিন (লক্ষনাবন্দ), রায়হান উদ্দিন (ঢাকাদক্ষিণ), লুৎফর রহমান (বাদেপাশা), আতিকুর রহমান শাফার (ভাদেশ্বর), শিহাব উদ্দিন (আমুড়া), মোহাম্মদ জাকারিয়া (গোলাপগঞ্জ সদর), সাইফুল ইসলাম (লক্ষনাবন্দ), মাহমুদ মিয়া মানিক (গোলাপগঞ্জ সদর), মুফিজুর রহমান চৌধুরী একলিল (গোলাপগঞ্জ সদর), আব্দুল বাছিত (লক্ষিপাশা), কবির আহমদ (লক্ষনাবন্দ), মুহিবুল হক (শরিফগঞ্জ), মোহাম্মদ সুলতান আহমদ (ভাদেশ্বর), সাহিন আহমদ (ফুলবাড়ী), আব্দুল বাছির (ঢাকাদক্ষিণ), নুরুল ইসলাম (ঢাকাদক্ষিণ), আলম খান ফাদই (বুধবারীবাজার), আব্দুল মালিক খোকন (বাদেপাশা), জেনিফার সারোয়ার লাক্সমী (বুধবারীবাজার), জামিল আহমদ (লক্ষনাবন্দ), সিরাজুল ইসলাম (ভাদেশ্বর) এবং অলি আহমদ (পৌরসভা)।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close