বর্ষিয়ান নেতা জমির উদ্দিন প্রধান স্মরণে শোকসভা অনুষ্ঠিত
লণ্ডন, ১০ আগস্ট : কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বর্ষিয়ান নেতা জমির উদ্দিন প্রধান স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জুলাই, রবিবার পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত কানাইঘাটবাসীর উদ্যোগে এই ভাচুয়াল শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব কৃষিবিদ নিজাম উদ্দীন আহমদ চৌধুরী। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় শতাধিক কানাইঘাটবাসী এতে অংশ নেন।
শোকসভায় স্বাগত ব্ক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপ কমিটির সদস্য একেএম শামসুজ্জামান বাহার। সভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, জমির উদ্দিন প্রধান দের মৃত্যু নেই। তারা মরেও অমর। জমির উদ্দিন প্রধান দেশের জন্য কাজ করে গেছেন, মানুষের জন্য কাজ করে গেছেন। কানাইঘাটের জমির উদ্দিন প্রধান ছিলেন নিবেদিতপ্রাণ আওয়ামী লীগার। তিনি অক্ষয়, অমর। যুগ যুগান্তরে জমির উদ্দিন প্রধান বেঁচে রইবেন মানুষের মাঝে। সারওয়ার কবিরের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ,বাঙালির স্বাধীনতা,বাঙালিত্বকে কানাইঘাটের মাটিতে আকড়ে ধরেছিলেন জমির উদ্দিন প্রধান । বঙ্গবন্ধুর রাজনীতি, বাংলাদেশের জনকল্যাণের রাজনীতি তিনি কানাইঘাটের মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন। জমির উদ্দিন প্রধান কানাইঘাটে আওয়ামী লীগের হয়ে মহীরুহ হিসেবে কাজ করেছেন। ইতিহাস জমির উদ্দিন প্রধানকে স্মরণ করবে।
সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি ড. আহমদ আল-কবির, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হুসেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ফখরুল ইসলাম,কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, সহ সভাপতি উপাধ্যক্ষ লুকমান হোসেইন, জামাল উদ্দিন, প্রিন্সিপাল আব্দুল মতিন, দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুস সাত্তার, সাবেক সরকারী কর্মকর্তা আলতাফুল হক, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মামুন আহমদ, দি এইডেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ফয়সল আহমদ, চরিপাড়া স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ শিক্ষক মুজম্মিল আলী, কানাইঘাট সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মিশকাত, দুবাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোরুল হক প্রমূখ। সভায় মরহুম জমির উদ্দিন প্রধানের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভাই ফরিদ উদ্দীন কবির, বড় ছেলে রাতুল হাসান রাসেল, তাজুল ইসলাম বিপ্লব। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মালেয়েশিয়ায় অধ্যয়নরত সিলেট জেলা সেচ্ছাসেবকলীগের সম্পাদক তারেকুল ইসলাম মারুফ।
শোকসভায় অন্যান্যের মধ্যে অংশ নেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওসার আহমদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী একাউন্টেন্ট ফারুক আহমদ, প্রবাসী মুজিব সৈনিক-এর সভাপতি মোহাম্মদ আজিজ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জেমস লিউ ফারগুশেন নানকা, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোস্তফা জামাল,মোঃ ইকবাল হোসাইন, কমিউনিটি নেতা শামিম আহমদ শামুল, সিলেট মহানগর কৃষকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির,স্পেন বার্সিলোনা আওযামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা হারুন রশীদ, কানাডা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এডভোকেট কামরুল ইসলাম, গ্রীস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুকমান হুসেন,কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আফসার উদ্দিন আহমদ চৌধুরী,যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল, যুক্তরাজ্য ছাত্রলীগের প্রচার সম্পাদক আবুল ফয়েজ, কুয়েত যুবলীগের যুগ্ম সম্পাদক আখলাকুল আম্বিয়া বাহার,আব্দুল আজিজ, মিশিগান আওয়ামী লীগের সহ সভাপতি ড. খাজা শাহাব আহমদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সভাপতি টিপু সুলতান, সৌদি আরব প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা জাবেদ মুন্না, ফ্রান্স ছাত্রলীগ নেতা দিদরুল আলম প্রমূখ।