নিউজ

দুস্থ শিশুদের সহায়তায় লণ্ডনে “রাইড ফর চিলড্রেন ঈদ”

লণ্ডন, ১২ জুলাই : ঈদে দুস্থ ও অনাথ শিশুদের মুখে হাসি ফোটাবার উদ্দেশ্য ফাণ্ডরেজিংয়ের অংশ হিসেবে সহায়তা ইউকে দরগাপাশা ও আয়েশা মাবিস ফাউণ্ডেশন লণ্ডনে “রাইড ফর চিলড্রেনস ঈদ” এর আয়োজন করে। গত ৪ জুলাই সফলতার সাথে লণ্ডনের আলতাব পার্কে এই অনুষ্ঠিত হয়।
উদ্যোক্তারা জানান, আসন্ন ঈদে অবহেলিত শিশুদের মুখে হাসি ফুটানোর উদ্দেশ্যেই এই ব্যতিক্রমী আয়োজন। এই রাইড ফর চিলড্রেন এর ফাণ্ড দিয়ে সুনামগঞ্জের দরগাপাশার শিশুদেরকে ঈদ গিফট কিনে দেওয়া হবে।

সাইকেল রাইডিং-এ অংশ নেন প্রায় ১৩ জন। রাইডারগণ আলতাব আলী পার্ক থেকে সাইকেলিং শুরু করে স্টার্ডফোর্ড এলাকা ঘুরে এসে আবার আলতাব আলী পার্কে এসে রাইডের সমাপ্তি করেন। “রাইড ফর চিলড্রেন ঈদে” এ স্পনসরকারী প্রতিষ্ঠানগুলো হলো — বেথনাল গ্রীনের হাট বাজার, সিলেট হাউস ট্রাভেলস, মদিনা গ্রুপ ও জান্নাহ গ্রীল।
সহায়তা ইউকে দরগাপাশা এবং আয়েশা মাবিস ফাউণ্ডেশন বাংলাদেশের অবহেলিত শিশুদের জন্য আগামীতে আরো বড় ধরনের ফাণ্ড রাইজিংয়ের উদ্যোগ করা হবে বলে এর সাথে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে সবার সহায়তা ও দোয়া কামনা করেছেন।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close