গণতন্ত্র ছাড়া লাগসই ও বিশ্বাসযোগ্য উন্নয়ন সম্ভব নয়: ড. আব্দুল মঈন খান

।। সুরমা প্রতিবেদন, ঢাকা অফিস ।।
ঢাকা, ১১ মে : সাবেক মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র ছাড়া লাগসই উন্নয়ন সম্ভব নয় । নরসিংদীর দুই নির্বাচনী এলাকায় গজারিয়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। ড. আব্দুল মঈন খান তার বক্তব্যে বলেন, নরসিংদী-২ নির্বাচনী এলাকার যত উন্নয়ন হয়েছে সবকিছু বেগম খালেদা জিয়ার আমলে হয়েছে। তাই তিনি এলাকাবাসীর প্রতি খালেদা জিয়ার জন্য দোয়া করার আহবান জানান।
ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন গজারিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব আমজাদ হোসেন শামীম। আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন পলাশ বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট জসিম উদ্দিন ভূঁইয়া,পলাশ থানা বিএনপি’র সিনিয়র যুগ্ন সম্পাদক মো. বাহাউদ্দিন ভূঞা মিলটন, থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, শ্রমিক দলের সভাপতি মো. আল আমিন ভূইয়া, পলাশ থানা যুবদলের সদস্য সচিব বকতিয়ার হসেন ভূঞা, অ্যাডভোকেট এম এ বাসেদ, পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমজাদ হোসেন শামীম। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মো. ঘোড়াশাল পৌর বিএনপি র দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন। নজরুল ইসলাম, দানিশ মিয়া, সবুজ মোশন, জাহাঙ্গীর মোশন, আমিনুল ইসলাম, মাহবুব।