নিউজ

মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বাংলাদেশ: শেখ হাসিনা ।। বাংলাদেশ-ভারত সম্পর্ক এমন পর্যায়ে যা কোনভাবেই নষ্ট হবে না: নরেন্দ্র মোদি

।। নিউজ ডেস্ক ।।
লণ্ডন, ২৬ মার্চ – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জন্মলগ্ন থেকেই বাংলাদেশের বন্ধু ভারত। গত ৫০ বছরে বাংলাদেশ-ভারত বন্ধুত্ব আরও সুদৃঢ় হয়েছে। বাংলাদেশ-ভারত সম্পর্ক এমন পর্যায়ে যা কোনভাবেই নষ্ট হবে না। আর এ অঞ্চলের উন্নতির জন্য ভারত-বাংলাদেশকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।

শুক্রবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর ১০ম দিনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বাংলাদেশ। দুই দেশের পারস্পরিক সহযোগিতায় নিশ্চিত হবে অগ্রযাত্রা।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীসহ বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close