জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ লণ্ডন মহানগরীর প্রশিক্ষণ সভা সম্পন্ন

লণ্ডন, ১৬ ফেব্রুয়ারী – গত ১৩ ফেব্রুয়ারী, শনিবার জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ লণ্ডন মহানগরী শাখার মাসিক ভার্চুয়াল তারবিয়তি মাহফিল শাখা সভাপতি মাওলানা নাজিরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিনের পরিচালনায় প্রোগ্রামের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন কারী মাওলানা মুদ্দাসিসর আনোয়ার। উক্ত তারবিয়তি মাহফিলে আলোচকবৃন্দ বলেন, বিশ্বনবী হজরত মোহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ জীবনে বাস্তবায়ন ও সমাজের সর্বক্ষেত্রে ইসলামের শান্তির সুমহান বাণী পৌঁছে দিতে জমিয়ত কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এজন্য ব্যক্তি গঠনের পাশাপাশি আমাদের আকাবির আসলাফের জীবনী অধ্যায়ন এবং তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। উক্ত তারবিয়তি মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সম্মানিত সভাপতি শায়খুল হাদীস মুফতি সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপ জমিয়তের সম্মানিত মহাসচিব মুফতি মাওলানা মাওসুফ আহমদ।
এছাড়াও বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন ইউরোপ জমিয়তের সহসভাপতি মওলানা আব্দুল আজিজ সিদ্দিকী, মাওলানা সৈয়দ মুশাররফ আলী, মাওলানা সৈয়দ আশরাফ আলী, মাওলানা গোলাম কিবরিয়া, মুফতি আজিম উদ্দীন, মাও: আবু তাহির ফারুকী, ইউকে জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মামনুন মহিউদ্দিন, ইউরোপ জমিয়তের সহসাধারণ সম্পাদক আলহাজ্ব জামীল বদরুল,প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম আল মাদানি, প্রচার সম্পাদক মাওলানা মখলিসুর রহমান চৌধুরী, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সহ-সভাপতি সাহেবজাদায়ে শায়খে কৌড়িয়া হাফিজ মাওলানা মাসুম আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দীয় সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম কামালী, ব্র্যাডফোর্ড জমিয়তের মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, মহানগর জমিয়তের সহসভাপতি মাও: লুৎফুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মুফতি ফয়জুর রহমান,সহসাধারণ সম্পাদক মুফতি বুরহান উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, সহপ্রচার সম্পাদক হাফিজ ওলিদ রহমান, মাওলানা লুৎফুর রহমান, সমাজ সেবা সম্পাদক আলহাজ্ব আব্বাস মিয়া, মাষ্টার আব্দুর রউফ, জনাব ছালেহ আহমদ, জনাব ইসমাইল প্রমুখ্য। তারবিয়তি মাহফিল শেষে ইউরোপ জমিয়তের সহসভাপতি মাও. সৈয়দ মাওঃ আশরাফ আলী ও সাবেক মহাসচিব মাওলানা সৈয়দ মুশাররফ আলী সাহেবের সদ্য মৃত্যু বরণকারী ওয়ালিদে মহতারমের রুহের মাগফেরাত এবং কোবিড-১৯ করোনা ভাইরাস হতে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম।
– প্রেস বিজ্ঞপ্তি।