নিউজ
রাজনীতিবিদ ও কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুস সাত্তারের ইন্তেকাল

লণ্ডন, ৮ জানুয়ারী : প্রবীণ রাজনীতিবিদ ও কমিউনিটি ব্যক্তিত্ব, যুক্তরাজ্য জাসদের সাবেক সভাপতি এবং সিলেট এমসি কলেজের সাবেক ভিপি আব্দুস সাত্তার গত ৪ জানুয়ারী রাত ১২ টায় ল-নের নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাঁর আকস্মিক মৃত্যুর কারণ হিসাবে হার্ট এট্যাক উল্লেখ করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে তাঁর আকর্ষিক মৃত্যু খবর ছড়িয়ে পড়লে কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে আসে। মরহুম আব্দুস সাত্তার এক বর্নাঢ্য রাজনৈতিক এবং সামাজিক জীবনের অধিকারী ছিলেন। তিনি অত্যন্ত বন্ধুবৎসল ও সজ্জন মানুষ। বিভিন্নজন তাদের পোস্টে তাঁকে একজন সদালাপি ও স্নেহপরায়ন হিসেবে মন্তব্য করার পাশাপাশি নিজস্ব রাজনীতির গণ্ডি পেরিয়ে তিনি সবাইকে স্নেহের বন্ধনে বাঁধার অসাধারণ এক গুণের অধিকারী ছিলেন বলে উল্লেখ করেছেন।