পুলিশী নির্যাতনে রায়হান হত্যার প্রতিবাদ: দ্রুত অভিযুক্ত আসামী এসআই আকবরকে গ্রেফতারের দাবী


লণ্ডন, ১৮ অক্টোবর – বৃহত্তর গণদাবী পরিষদ, যুক্তরাজ্য-এর পক্ষ থেকে পুলিশী নির্যাতনে রায়হান হত্যার প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আজির উদ্দিন ও সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন চৌধুরী এক বিবৃতিতে অবিলম্বে অভিযুক্ত আসামী পুলিশের এসআই আবরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নিরীহ যুবক রায়হানকে নির্মমতার সাথে নির্যাতনের কথা উল্লেখ করে তারা বলেন— এ ধরণের অন্যায়-জুলুম-নির্যাতন সভ্য সমাজ কখনো মেনে নিতে পারে না। এদিকে অভিযুক্ত আসামী আকবরকে এখনো গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন বৃহত্তর গণদাবী পরিষদ নেতৃবৃন্দ।
রায়হানের পরিবার এবং সিলেটবাসী শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার কেন করা হচ্ছে না তা সিলেটের মন্ত্রী-এমপিরা বিশেষভাবে খতিয়ে দেখবেন বলেও বৃহত্তর গণদাবী পরিষদ নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেন। ঘুষ-দূর্ণীতিসহ সহ সাধারণ মানুষের উপর পুলিশী জুলম নির্যাতন প্রতিকারে কার্যকর উদ্যোগ গ্রহণ করে সরকারের ভাবমূর্তি সুরক্ষায় সংশ্লিষ্টরা উদ্যোগী হবেন বলেও সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।