নিউজ
ব্রিকলেইনের পরিচিত মুখ সালিক মিয়া আর নেই

লণ্ডন, ১৫ অক্টোবর – বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সালিক উরফে সালিক মিয়া ১৫ অক্টোবর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিয়ূন। তিনি দীর্ঘদিন যাবত বাংলাদেশে বসবাস করছিলেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে তিনি বৃটেনে আসেন। হিথরো এ্যারপোর্ট থেকে তাকে সরাসরি হাসপাতালে ভর্ত্তি করা হয়।
আবদুস সালিক ছিলেন একজন সাংস্কৃতিক কর্মী, সমাজসেবক। তিনি ছিলেলন বাঙলি কমিউনিটির একজন অত্যন্ত পরিচিত মুখ। বন্ধুসুলভ এই ব্যক্তিত্ব দীর্ঘদিন লণ্ডনের ব্রিকলেইনে রেষ্টুরেণ্ট ব্যবসায় জড়িত ছিলেন। তার মেয়ে শাপলা সালিক একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। প্রবাসে বেড়ে ওঠা শাপলা বাবার হাত ধরেই বাংলা সঙ্গীতের সঙ্গে পরিচিতি ঘটে। তার বেশ কিছু জনপ্রিয় এ্যালবাম রয়েছে।