নিউজ
বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড় মেসি
।। সুরমা ডেস্ক প্রতিবেদন ।।
লণ্ডন, ১৫ সেপ্টেম্বর – ফোর্বসের তালিকায় ২০২০ সালের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলার হিসাবে মেসির নাম উঠে এসেছে। মাত্র তিন মাস আগে তার চীর প্রতিদ্বন্দ্বী ফুটবলার রোনালদো ১০০ কোটি ডলারের মালিক হয়েছিলেন। চলতি বছর তার ক্লাব বার্সেলোনা থেকে মেসির আয় ৯২ মিলিয়ন ডলারের মতো, আর অন্যান্য স্পন্সরশীপ বা বিজ্ঞাপণী চুক্তি থেকে ৩৪ মিলিয়ন ডলারের মত আয় করেছেন।
চলতি বছর মেসির চেয়ে মাত্র ৯ মিলিয়ন ডলার কম আয় করেছেন রোনালদো।
সব মিলিয়ে বিশ্বের ষষ্ঠ ক্রীড়াবিদ হিসাবে বিলিয়নার হলেন আর্জেন্টাইন মেসি।
ফোর্বসের হিসেব মতে মেসি-রোনালদো ছাড়া আর কোন ফুটবলার ১০০ মিলিয়ন ডলার আয় করতে পারেননি।
সূত্র: ইন্টারন্যাট।