কমিউনিটি নিউজ

মদনমোহন কলেজের ৮৯ বেচের যুক্তরাজ্য বসবাসরত সহপাঠীদের আড্ডা

লণ্ডন, ৮ সেপ্টেম্বর – সিলেটের ঐতিহ্য বাহি শিক্ষা প্রতিষ্ঠান, মদনমোহন কলেজের ৮৯ বেচের যুক্তরাজ্য বসবাসরত সহপাঠীদের এক মিলন মেলার আয়োজন করা হয়। গত ১লা সেপ্টেম্বর ২০২০ইং বার্মিংহামের ইকবাল ব্যাংকুইটিং হলে। মশাহিদ আহমদের হৃদয় ভরা আত্মীয়তায় অনুষ্ঠানে লণ্ডনের বিভিন্ন শহর থেকে প্রাণের টানে হৃদয় ভরা বন্ধুত্বের মায়ায় ছুটে আসেন যতাক্রমে জামাল আহমদ খান, ইকবাল হোসেন, আবুল কালাম রাজু, আমিনুর রহমান খান শাহিন, সাইদুর রহমান, নেছার আহমদ লিলু, মোহাম্মেদ আব্দুর রকিব, হেভেন চৌধুরী, শাহাব উদ্দিন, লুৎফুর রহমান, মোশাররফ আলী, বেলাল আহমদ ও আব্দুল হাফিজ প্রমূখ।

দুপুর থেকে সহপাঠী বন্ধুদের আড্ডা শুরু হয়ে প্রায় মধ্যে রাত প্রর্যন্ত চলে। মাঝে মাঝে নামাজের বিরতি দিয়েই আবার আরম্ভ হয়ে যায়, পুরাতন দিনের স্মৃতিময় দিনের গল্প। সব বন্ধুদের মিলন মেলাটা স্মৃতিময় করে রাখার জন্য ফটো ও লাইভ ভিডিও করা হয়। লাইভে এসে বন্ধুরা কথা বলেন এবং জামাল আহমদ খান উপস্হিত সবার পক্ষ থেকে সুব্রত ও হাবিবকে আন্তরিক ধন্যবাদ জানান, তাদের সহযোগিতায় দীর্ঘ প্রায় তিন যুগ পর হারিয়ে যাওয়া বন্ধুদের জড়ো করা হয়। সাথে দুই বন্ধু কবি সাইদুর রহমান ও আমিনুর রহমান খান শাহিন তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনান।
যারা বিভিন্ন কারণে আসতে পারেন নাই, তাদেরকে নিয়ে আগামীতে আরো নতুন আয়োজন করার মত ব্যক্ত করে অনুষ্ঠান শেষ হয়।
– সংবাদ বিজ্ঞপ্তি।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close