নিউজ

শতাব্দী সেরা করবিন

।। সুরমা প্রতিবেদন ।।
লণ্ডন, ২৩ জানুয়ারী – সদ্য সমাপ্ত বৃটেনের জাতীয় নির্বাচনে লেবার দলকে নেতৃত্বদানকারী জেরেমি করবিন গত একশ’ বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ লেবার নেতার মর্যাদা পেয়েছেন। স্বনামধন্য জরিপ পরিচালনাকারী সংস্থা ইউগোভ পরিচালিত জরিপে লেবার দলের সদস্যরা জেরেমি করবিনকে গত একশ’ বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেতার আসনে অধিষ্ঠিত করছেন।

জরিপে সর্বশেষ লেবার দলের ১৩ জন নেতার পক্ষে বা বিপক্ষে দৃষ্ঠিভঙ্গি জানতে চাওয়া হলে সদস্যদের মতামতের ভিত্তিতে জেরেমি করবিনের স্থান সবার শীর্ষে আসে।  যদিও গত নির্বাচনে করবিনের নেতৃত্ব লেবার দল সরকার গঠন করার মতো আসন লাভ করতে পারেন নাই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, জরিপে করবিন জনপ্রিয়তায় আধুনিক লেবারের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত এবং এনএইচের সূচনাকারী ক্লেম অ্যাটলিকেও ছাড়িয়ে যান। জরিপে আরো আরো বিস্ময়ের বিষয় হলো যে, নিউ লেবারের রূপকার হিসেবে পরিচিত এবং প্রায় ৫০ বছর পর দলকে ক্ষমতায় নিয়ে আসা সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের চেয়ে করবিন দ্বিগুণ জনপ্রিয়।  করবিন যেখানে ৭১ শতাংশ সদস্যের কাছে জনপ্রিয় সেখানে টনি ব্লেয়ারকে পছন্দ করেন মাত্র ৩৭ শতাংশ । আর মজার বিষয় হলো জরিপে অংশ নেয়া ৬২ শতাংশ সদস্যই তাকে সবচেয়ে অপছন্দের নেতা হিসেবে চি?িত করেছেন। করবিনের আগে দলকে নেতৃত্বদানকারী এড মিলিব্যাণ্ডকে পছন্দ করেন ৭০ শতাংশ সদস্য। করবিন এবং তাঁর মধ্যে জনপ্রিয়তার ব্যবধান মাত্র ১ শতাংশ। জনপ্রিয়তার দিক থেকে সাবেক লেবার নেতা জন স্মিথ হয়েছেন তৃতীয়। তাকে পছন্দ করেছেন ৬৭ শতাংশ লেবার সদস্য। এছাড়া জনপ্রিয়তায় গর্ডন ব্রাউন ৬৫ শতাংশ এবং হ্যারহ্ব উইলস ৬২ শতাংশের সম্মান অর্জন করেছেন।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close