নিউজ

যুক্তরাজ্য জাসাসের যুগ্ম সাধারন সম্পাদকের ভাইয়ের মৃত্যু

লণ্ডন, ১৬ অক্টোবর – যুক্তরাজ্য জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমেদ বাহার-এর বড় ভাই মনির আহমেদ গত ২৩ সেপ্টেম্বর, সোমবার চিকিৎসাধীন অবস্থায় হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধহয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি……রাজিউন ) । মৃত্যকালে মরহুমের বয়স হয়েছিল ৫৫ বৎসর । মৃত্যুকালে তিনি ২ ছেলে ও স্ত্রী রেখে যান । মরহুমের প্রথম জানাজা চট্টগ্রাম এবং দ্বিতীয় ও শেষ জানাজা লক্ষীপুরস্থ নিজ বাসভবন জামাল ভবন, গনিপুর, চন্দ্রগঞ্জ, লক্ষীপুরে অনুষ্ঠিত হয় । পরে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় । গত ২৫ সেপ্টেম্বর, বুধবার মরহুমের বাসভবনে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক কোরানখানি এবং কুলখানি অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে মরহুমের আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী ও বহু গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে ঊপস্থিত ব্যক্তিবর্গের মাঝেও এতিমখানায় খাবার পরিবেশন করা হয় । উপস্থিত অতিথিবৃন্দ মরহুমের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন । মরহুম মনির আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিদ্যা বিষয়ে অনার্সসহ মাষ্টারস ডিগ্রী অর্জন করেন । তিনি লক্ষীপুরস্থ ইউনিটি ক্লাবের এক জন সম্মানিত ঊপেদেষ্টা ছিলেন । মরহুমের পরিবারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার জন্য সর্বস্তরের জনগণের নিকট কৃতজ্ঞতা জানান হয় ।
এদিকে, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, যুক্তরাজ্য জাসাসের সভাপতি এমাদুর রহমান ও সাধারণ সম্পাদক তাজবীর চৌধুরী শিমূল মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close