নিউজ

ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ২০১৯

ঢাকা, ৩০ সেপ্টেম্বর – সম্প্রতি বাংলাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ মহামারী আকার ধারণ করেছে। ইতোমধ্যে বেশ কিছু রোগী মৃত্যু বরণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন ৪০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এমতাবস্থায় হাসপাতাল গুলো রোগীদের যথাযথ চিকিৎসা সেবা দিতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছে।যুক্তরাজ্য ভিত্তিক বেসরকারি সেবা সংস্থা বাংলাদেশ হেলথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ডেঙ্গু সমস্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে মাসব্যাপী ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ডেঙ্গু জ্বরের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে ধারনা প্রদান, হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে মশারী কয়েল বিতরণ করা হয়। ব্যাপকভাবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি টি-শার্ট বিতরণ ও বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। সেই সাথে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও এলাকাভিত্তিক পোস্টারিং করা হয়। শুক্রবার মোহাম্মাদপুর ঢাকা উদ্যানে অবস্থিত ফুলমেলা স্কুলে বাংলাদেশ হেলথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে ও Bangladesh Midwifery Society- BMS সহায়তায় এবং YSM এর পৃষ্ঠপোষকতায় সারাদিনব্যাপী ডেঙ্গু বিষয়ক বিশেষ আলোচনাসভা,বিনামূল্যে মশারী কয়েল বিতরণ ও বর্ণাঢ্য র্যা লি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসক বিশিষ্ট রোগতত্ত্ববিদ ডাঃ মুশিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন YSM প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ কামারউদ্দিন মুজাক্কির ও জনাব নুরুননবী(HR – Dignity International )। শিক্ষার্থীদের সাংস্কৃতিক উপস্থাপনায় মুখরিত হয়ে উঠে ফুলমেলা স্কুল প্রাঙ্গণ। BHDI সভাপতি ডাঃ কাওছার হক ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামানের পক্ষ্য থেকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। BHDI বাংলাদেশ প্রধান ডাঃ কামরুল আহসান উপস্থিত হতে না পেরে দুঃখপ্রকাশ করেন। ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ২০১৯ এর প্রধান ডাঃ আবু তাহের মোহাম্মাদ বাহার আশাবাদ ব্যাক্তকরে বলেছেন যদি সার্বিক সহযোগিতা পান তবে ঢাকায় আর কিছু ক্যাম্পেইন করতে বিশেষ ভাবে আগ্রহী। মোহাম্মাদপুর নবোদয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি হাফেজ মাওঃ সানাউল্লাহ নেসারী BHDI এর এই কার্যক্রমের জন্য সাধুবাদ জানান এবং আগামীতে তারা যেন এরূপ কার্যক্রম আরো বেশি পরিচালনা করতে পারেন সেজন্য প্রার্থনা করেন।

Sheikhsbay

Related Articles

Back to top button
Close
Close